Sylhet Today 24 PRINT

বিএনপি নির্বাচনে যাবে : মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে। এ জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধ‌ানীর নয়াপল্টনে বিএন‌পির কার্যালয়ে এক যৌথ সভা শে‌ষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

এর আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আট দিনের কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করা হয়।

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, "আগামীতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। দেশে কোনো গণতন্ত্র নেই। বিএনপি সব সময় গণতন্ত্র নিয়ে কথা বলে এসেছে। গত পাঁচ বছর গণতন্ত্র নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত।" তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ-নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, "এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবর্জিত।" ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপিকে কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে ফখরুল বলেন, "রাষ্ট্রপতি আওয়ামী লীগের দলীয় লক্ষ্য পূরণ করছেন। কার্যালয় থেকে যা বলা হয়, তা-ই তিনি পাঠ করেন।" 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.