Sylhet Today 24 PRINT

এই সরকার সমঝোতায় বিশ্বাস করে না : মওদুদ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, এই সরকার সমঝোতায় বিশ্বাস করে না। সেই জন্য আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প নাই।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

'আমাদের সংস্কৃতি ও শহীদ জিয়া' শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সংঘটনটি।
 
অনুষ্ঠানে মওদুদ আহমেদ বলেন, ‘এই সরকারকে বাধ্য করা হবে দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে আগামী নির্বাচন করার জন্য।’ তি‌নি আরো বলেন, 'আমরা একদলীয় শাসক দেশ দেখতে চাইনা। আমাদের দেশে গণতন্ত্র ফি‌রিয়ে আনতে চাই। অধিকার ফি‌রিয়ে আনতে চাই। আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ফি‌রিয়ে আনতে চাই এবং সেটা আনার জন্যই আজকের এই আন্দোলন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন, নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলনর প্রস্তুতি, পাশাপাশি কাজ, একসাথে চলবে।'

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির এই সদস্য আরো বলেন, ‘জনবিস্ফোরণের মাধ্যমে এই আন্দোলন সেই আশা পূরণ করবে বলে আমি মনেক‌রি। আর একটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আপনারা এখনই জানেন তার ফলাফল কী হবে। সেই ভয়ে তারা সুষ্ঠ নির্বাচন দিতে চায় না। তারা জানে যে, তারা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.