Sylhet Today 24 PRINT

সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু ৩০ অক্টোবর

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম কামরুল হুদা জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। বর্তমান সরকারের মেয়াদ আগামী বছরের ২৮ জানুয়ারি শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথমে দিকে যে কোনো দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারন করা হবে।

সিইসি বলেন, একাদশ সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে হবে না। সিটমহল, নদী ভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারণে ৬০ থেকে ৭০টি আসনে সীমানা পুননির্ধারন হতে পারে।

সহায়ক সরকার গঠনের কী পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই। সব দলের সঙ্গে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন শেষে সিইসি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। সেখান থেকে তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.