Sylhet Today 24 PRINT

রাতে শরীকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জানুয়ারী, ২০১৮

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে রোববার (২৮ জানুয়ারি) রাতে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও জরুরি পরামর্শ ও দিকনির্দেশনার জন্য ২০১১ সালের পর ফের ডাকা হচ্ছে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। ফেব্রুয়ারির শুরুতে এ বৈঠক হবে। আর ১ ফেব্রুয়ারি আবারও হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ খবর নিশ্চিত করেছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারির রায়ে ‘সুবিচার’ না পেলে সরকার পতনের একদফা আন্দোলনের পথে নামতে চায় দলটি।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে গুলশানের বিএনপি চেয়ারাপারসন কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। ৮ ফেব্রুয়ারির রায় খালেদা জিয়ার বিপক্ষে যাবে- এমনটি ধরে নিয়েই পরবর্তী করণীয় বিষয়ে মূলত আলোচনা হয় বৈঠকে। বেগম জিয়া জেলে গেলে কিভাবে কর্মসূচি ও দল পরিচালনা করতে হবে তা আলোচনায় স্থান পায়। হরতালসহ টানা কর্মসূচি দিয়ে সারাদেশের নেতাকর্মীদের রাজপথে আনার পরামর্শ দেন সদস্যরা।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.