Sylhet Today 24 PRINT

বিএনপির নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

প্রায় ২ বছর পর ৫০২ সদস্য বিশিষ্ট বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভা শুরু হয়েছে। শনিবার (ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বিমানবন্দর রোডের হোটেল লা মেরিডিয়ানে এই সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। সঞ্চালনা করছেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। এরপর দোয়া মোনাজাত করা হয়।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাহী কমিটির বৈঠকে দলের ৭০০ নেতা উপস্থিত আছেন। এর মধ্যে নির্বাহী কমিটির সদস্য ৫০২ জন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা, এবং দলের ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন। এ বৈঠকের দুটি অধিবেশন হবে। প্রথমটি উন্মুক্ত, দ্বিতীয় অধিবেশনটি সাংগঠনিক।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে সামনে রেখে নির্বাহী বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সাংগঠনিক পর্বে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপির চেয়ারপার্সনের বক্তব্য সরাসরি ফেসবুকের তিনটি পেজ থেকে প্রচার করা হচ্ছে। পেজ তিনটি হচ্ছে, Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org ও Facebook.com/bnplivenettv।

এদিকে, লা মেরিডিয়ানের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। এমনকি হোটেলের ভেতরে সাদা পোশাকের সদস্যরাও উপস্থিত রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.