Sylhet Today 24 PRINT

শীর্ষ যুদ্ধাপরাধীর নামে বিএনপির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

সাড়ে চারশ প্রতিনিধির উপস্থিতিতে রাজধানীতে শুরু হওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নামেও শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে পাঁচ তারকা হোটেল ‘লো মেরিডিয়ান’ এর ১৪ তলায় ‘গ্র্যান্ড বলরুমে’ এই সভা বসেছে।

দীর্ঘ ছয় বছর পর বসা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় প্রয়াত নেতাদের পাশাপাশি শিক্ষাবিদ-শিল্পী-সাহিত্যিকসহ বিশিষ্টজনদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। এই শোক প্রস্তাবের মধ্যে রয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডিত শীর্ষ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর নামও।

উদ্বোধনী অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

যাদের জন্য বিএনপি শোক প্রকাশ করেছে, তারা হলেন- সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এম এ মাজেদ, সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, সাংবাদিক ইউনিয়ন নেতা আলতাফ মাহমুদ এবং চিকিৎসক ডা. রশিদ উদ্দিন।

শিল্পী-সাহিত্যিকদের মধ্যে আছেন- নায়ক রাজ্জাক, লেখক শওকত আলী, সংগীতজ্ঞ সুধীন দাশ, কবি রফিক আজাদ, কণ্ঠ শিল্পী আবদুল জব্বার, বারী সিদ্দিকী, শাম্মী আখতার, লাকি আখন্দ, অভিনেতা নাজমুল হুদা বাচ্চু, নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু ও কথা সাহিত্যিক জুবাইদা গুলশানারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, এম কে আনোয়ার, আসম হান্নান শাহ, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুনুর রশীদ খান মুন্নু, ফজলুর রহমান পটল, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, নুরুল হুদা, খুলনার সাবেক মেয়র শেখ তৈয়বুর রহমানসহ দলের চার শতাধিক নেতা-কর্মী ছাড়াও বাসদ নেতা আফম মাহবুবুল আলম ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের নামও রয়েছে এই তালিকায়।

একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ২০১৩ সালের ১ অক্টোবর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিল বিভাগেও ওই রায় বহাল থাকলে ২০১৫ সালের নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি কার্যকর করা হয়।

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর সৈয়দ মো. হাসান রেজা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান, কণ্ঠশিল্পী বেবী নাজনীনের বাবা মনসুর আলীর জন্যও বিএনপি শোক প্রকাশ করেছে। এছাড়া কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যান, ভারতীয় রাজনীতিক জয়ললিতা, মুফতি মোহাম্মদ সাঈদ, গায়ক লেনার্ড কোহেন, প্রিন্স, জর্জ মাইকেল, ভারতীয় অভিনেতা শশী কাপুরের নামও রয়েছে এই তালিকায়।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে ডাকা এই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ‘দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা’ দেবেন বলে আগেই জানিয়েছেন মির্জা ফখরুল।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন সাজা হতে পারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার। রায়ের তারিখ ঠিক হওয়ার পর দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসে কোনো কর্মসূচির ঘোষণা দেননি বিএনপি চেয়ারপার্সন। তৃণমূল নেতাদের মত নিয়ে কর্মসূচি ঠিক করা হবে বলে দলটির পক্ষ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.