Sylhet Today 24 PRINT

ওই পুলিশ, পুলিশ!

ওই পুলিশ, পুলিশ! শব্দগুলো উচ্চারণ হতে হতেই জেলা বিএনপি আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম তাকিয়ে দেখেন তাঁর পেছন থেকে নেতা-কর্মি দৌড়ে পালাচ্ছেন।

নিউজ ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৪

ওই পুলিশ, পুলিশ! শব্দগুলো উচ্চারণ হতে হতেই জেলা বিএনপি আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম তাকিয়ে দেখেন তাঁর পেছন থেকে নেতা-কর্মি দৌড়ে পালাচ্ছেন। এভাবেই সিলেটে পালিত হলো কেন্দ্র ঘোষিত বিএনপি সহ ২০ দলের দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি।

গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে ১৪৪ ধারা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশকে দেখেই শুরুর আগেই শেষ করে দেয়া হয়। নেতাদের এরকম পলায়নপর মনোবৃত্তিতে দলের ভেতর চলছে নানা আলোচনা-সমালোচনা।


শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহবায়ক আলী আহমদ, এডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির নেতা আজমল বখত সাদেক, মিফতাহ সিদ্দিকী, হুমায়ুন কবির শাহীনসহ কিছু সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় সমাবেশের দিকে পুলিশকে এগুতে দেখে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল ইসলাম সমাবেশের সমাপ্তি ঘোষণা দ্রুত স্থান ত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.