Sylhet Today 24 PRINT

বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস প্রতিহত করা হবে: শিল্পমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে একে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত চট্টগ্রামের জিইসি মিলনায়তনে রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে আয়োজিত সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় শিল্পমন্ত্রী বলেন, ‘আজকে যারা দুর্নীতিকে জাতীয়করণ করতে চায়, যারা দুর্নীতিকে জাতীয়করণ করেছে, তাদের ক্ষমতার আমলে পাঁচ বৎসর আন্তর্জাতিক ভাবে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। আজকে তারা আন্দোলনের নামে আবার সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত। সাংগঠনিক শক্তি দিয়ে এটাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রামের একক নেতা উল্লেখ করে বলেন, ‘তাঁর ভালোবাসার কারণেই তিনি জনপ্রিয় নেতা হতে পেরেছেন।’

সভায় বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.