Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার পক্ষে লড়ছেন না ড. কামাল

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করবেন না সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন। তবে খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এই মামলায় বিচারিক আদালতে খালেদা জিয়ার পক্ষে লড়া দুই আইনজীবী আব্দুর রেজাক খান এবং আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী। ওই সময় বিএনপি নেতাদের ড. কামাল হোসেন ফৌজদারি মামলায় না লড়ার কথা জানিয়েছেন।

আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আমরা ওনার (ড. কামাল) চেম্বারে গিয়েছিলাম। মামলার বিষয় নিয়ে আলোচনা করেছি। মামলার একটি অনুলিপিও তিনি রেখেছেন। এ মামলা নিয়ে দেশনেত্রীর (খালেদা জিয়া) প্রতি ওনার সহানুভূতি আছে।

খালেদা জিয়ার পক্ষে মামলায় লড়তে তিনি রাজি হয়েছেন কিনা, এ প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, এখানে রাজি-অরাজির বিষয় না। তিনি মামলার অনুলিপি রেখেছেন এবং দেখেছেন।

গণফোরামের নির্বাহী সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, তারা স্যারের (ড.কামাল হোসেন) চেম্বারে গিয়েছেন, মামলা নিয়ে ডিসকাশন করেছেন। স্যার মামলার নথি দেখেছেন। ফখরুল সাহেবও ছিলেন। সঙ্গে দুই আইনজীবী ছিলেন।

ড.কামাল হোসেন এ মামলায় লড়তে রাজি হয়েছেন কিনা- এ প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, স্যার তো ফৌজদারি মামলা করেন (পরিচালনা) না।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে অর্থদণ্ড স্থগিত করেছেন। তবে নিম্ন আদালতের নথি আসার পর তার জামিন আবেদনের ওপর আদেশের জন্য সময় রেখেছেন হাইকোর্ট। ওই জামিন আবেদনের শুনানিতে বিএনপিপন্থী আইনজীবীরা ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক দুই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক ও এএফ হাসান আরিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.