Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে: রিজভী

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৮

ফাইল ছবি

আওয়ামী লীগ রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (৯ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে রিজভী বলেন, '৭ মার্চ বিনা নোটিশে ২০টি সড়ক বন্ধ করে সমাবেশ করেছে আওয়ামী লীগ। স্কুল-কলেজ ও মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মাধ্যমে জোর করে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে তাদের সমাবেশে আসতে বাধ্য করা হয়েছে।'

'জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি বেআইনিভাবে সমাবেশ করতে যাওয়ায় পুলিশ তাদের বাধা দিয়েছে' গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, 'আওয়ামী লীগের নেতারা মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। প্রতিদিন প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, সরকারের মন্ত্রী-নেতারা সেসব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অথচ সেগুলোতে বাধা দেওয়া হচ্ছে না। কেবলমাত্র বিএনপির মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে।'

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, 'খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করার পর সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে মানুষের ঢল দেখে দিশেহারা হয়ে পড়েছে বর্তমান ভোটারবিহীন সরকার। তাই বিএনপিসহ বিরোধী দলগুলোকে দমনে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে তারা।'

রিজভী জানান, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক নানা কর্মসূচি থেকে গ্রেপ্তার হওয়া দলীয় নেতাকর্মীদের খোঁজ রাখছেন। গত বৃহস্পতিবার রাতে তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। এর আগে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর পরিবারকে বুধবার রাতে ফোনে সান্ত্বনা জানান তারেক।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আতাউর রহমান ঢালী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.