Sylhet Today 24 PRINT

আপিলেও রাজাকার ম‍ুজাহিদের সর্বোচ্চ শাস্তি চায় গণজাগরণ মঞ্চ

নিউজ ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

একাত্তরের যুদ্ধাপরাধী ও আলবদর বাহিনীর প্রধান জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার আপিলের রায়েও সর্বোচ্চ শাস্তি চেয়েছে গণজাগরণ মঞ্চ। 

সোমবার (১৫ জুন) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি। 

এতে বলা হয়, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছেন তা আপিল বিভাগেও বহাল রাখতে হবে। 
এ দাবিতে সোমবার বিকালে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। 

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের সন্তানরা তাদের সম্পদ দেশে জঙ্গিবাদের উত্থানে কাজে লাগাচ্ছে। মানুষ হত্যায় কাজে লাগাচ্ছে। যুদ্ধাপরাধীদের রায় ঘোষণার সাথে সাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশনাও দিতে হবে। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে ফের প্রজন্ম চত্বরে মুজাহিদের ফাঁসির দাবিতে অবস্থানের ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.