Sylhet Today 24 PRINT

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৮

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তবে আইনের মধ্যে থেকে যেসব দাবি পূরণ করা সম্ভব, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন তা করবে বলে জানান তিনি।

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব একথা বলেন।

এর আগে বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক বসে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

বৈঠকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে লিখিত প্রস্তাব দেয় দলটি।

প্রস্তাবে দুই সিটিতে নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানানো হয়। এ ছাড়া গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান বিএনপি নেতারা।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিলে জাতীয় নির্বাচনে তারা অংশ নেবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.