Sylhet Today 24 PRINT

বিচারকদের প্রতিও আস্থা নেই খালেদার

নিউজ ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৫


জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় আদালত শুনানি গ্রহণে সময়ের আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন নামঞ্জুর করায় দুর্নীতি মামলা পরিচালনাকারী বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার পক্ষে দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এই অনাস্থা ঘোষণা করেন।

ঢাকার তৃতীয় বিশেষ জজ, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদারের আদালতের ওপর এই অনাস্থ‍া জানান তারা।

বৃহস্পতিবার হরতাল চলাকালে খালেদা জিয়া এই মামলার শুনানিতে ‍হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন। এছাড়াও সাক্ষ্য গ্রহণ মুলতবির আবেদনও করেন তার আইনজীবীরা। এর মধ্যে একটি আবেদন নামঞ্জুর করে বিচারিক কার্যক্রম শুরু করেন আদালত।

সাক্ষ্যগ্রহণ মুলতবি আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। সে আবেদনটিও নামঞ্জুর করে দেন বিচারক আবু আহমেদ জমাদার। তখনই আদালতের প্রতি অনাস্থা ঘোষণা করে উচ্চ আদালতে যাওয়ার আবেদন করেন আসামি পক্ষের দুই আইনজীবী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.