Sylhet Today 24 PRINT

নিবন্ধন বাতিল হলো এনডিপির

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৮

রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুসরণ না করায় বাতিল হলো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নিবন্ধন।

এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দিলেও কার্যক্রম যাচাই-বাছাই করে দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৯৯৬ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা না থাকায় নিবন্ধনের আবেদন মঞ্জুর হয়নি।

জানা গেছে, সোমবার এনডিপির চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে ইসি। এনডিপির আবেদন পর্যালোচনা করে ইসি জানিয়েছে, প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য পরবর্তীতে অন্য নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দিয়ে ওই রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এবং ২০০১ সালে এনডিপি নামে কোনো দল জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এনডিপির দাখিল করা গঠনতন্ত্র যাচাই করে ইসি দেখতে পেয়েছে, গঠনতন্ত্রটি ২০০৮ সালে ছাপানো হয়েছে। দলটি এর আগে কোনো গঠনতন্ত্র জমা দেয়নি।

উল্লেখ্য, এনডিপির নিবন্ধন বাতিলের পর রিট হলে বিষয়টি বিবেচনা করতে গত ১২ মার্চ ইসিকে নির্দেশ দেয় হাইকোর্ট।

এ বিষয়ে দলের চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, ইসির সিদ্ধান্তে অমরা হতাশ। এ ব্যাপারে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.