Sylhet Today 24 PRINT

‘নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না’

সিলেটটুডে ডেস্ক  |  ০৯ জুলাই, ২০১৮

কোনো অপরাধীর মুক্তিকে উছিলা বানিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা সফল হবে না। জঙ্গি ও মাদক দমন যুদ্ধের ভেতরেই যথা সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।  

সোমবার ( ৯ জুলাই) বিকেলে ঢাকার মিরপুরে ভাষানটেক বাজারে জাসদের মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, জঙ্গি ও মাদক কারবারীরা রাজনীতি ও সমাজের বিষাক্ত সাপ। রাজনৈতিক শান্তির জন্য জঙ্গি দমন আর পারিবারিক ও সামাজিক সুস্থতার জন্য মাদক কারবারীদের ধ্বংস করার বিকল্প নেই।

ঢাকা পশ্চিমের জাসদ সভাপতি মাইনুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে জাসদ সভাপতি ইনু বাংলাদেশকে টিকিয়ে রাখতে শেখ হাসিনার পাশে থাকার ও পাকিস্তানপন্থী খালেদা জিয়াকে বর্জন করার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের নামে কোনোভাবেই অপরাধী, খুনি, যুদ্ধাপরাধী হালাল হবে না। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল মারার আর সুযোগ দেয়া হবে না।

সমাবেশে জাসদ নেতাদের মধ্যে মীর হোসেন আখতার, নূরুল আখতার, মো. নুরুন্নবী, শফিউদ্দিন মোল্লা, সামছুল ইসলাম সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.