Sylhet Today 24 PRINT

মডেল নগরী তৈরির ঘোষণা ডা. মোয়াজ্জেমের

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলে সিলেট নগরীকে দেশের মডেল সিটি হিসেবে উপহার দিবেন বলে ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খান।

মঙ্গলবার (১০ জুলাই) নির্বাচন কমিশনার আলীমুজ্জামানের কাছ থেকে দলীয় প্রতীক হাতপাখা বরাদ্দ পাওয়ার পর প্রচারণার শুরুতে এই আশ্বাস দেন এই মেয়র প্রার্থী।

তিনি বলেন, ভোট পবিত্র আমানত তার যথাযথ প্রয়োগ হলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।

সিলেটকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও দূষণমুক্ত আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সিলেটবাসীর প্রতি সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলার সদর মুফতি মো. ফখর উদ্দীন, নায়েবে সদর মাওলানা আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মাওলানা নজির আহমদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলার সভাপতি মো. ফজলুল হক, সহসভাপতি আব্দুল জলিল, মহানগর সাধারণ সম্পাদক নুরে আলম, বামুক জালালাবাদ থানা ইমাম কাম অডিটর মাওলানা সালেহ আহমদ, অনলাইন সমন্বয়ক আজাদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক শরফ উদ্দিন খান, প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান রনি, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত প্রমুখ।

এবারের সিলেট সিটি নির্বাচনে ডা. মোয়াজ্জেম হোসেন ছাড়াও মেয়র পদের জন্য লড়ছেন আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত আরিফুল হক চৌধুরী, নাগরিক কমিটির ব্যনারে বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম, জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর এবং স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.