Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা বদরুজ্জামান খসরু আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৮

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও যুবদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ব্যবসায়ী বদরুজ্জামান খসরু মারা গেছেন।

বুধবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার ছেলে মাহবুবুর রহমান সুমন বলেন, “বিকালে বাসায় বাবা হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।”

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মনজুর স্টেডিয়ামে, বাদ আসর প্রয়াতের গ্রাম আড়াইহাজারের ইলমদীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খসরুকে দাফন করা হবে।

বদরুজ্জামান খসরু আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

বদরুজ্জামান খসরুর মৃত্যুতে বিএনপির শীর্ষ নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বদরুজ্জামান খসরুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.