Sylhet Today 24 PRINT

কুড়িগ্রাম-৩ আসন: উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আক্কাছ আলী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ৫৯৮ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট। রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার ৪ টিসহ মোট ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৪৭৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫৯৮ জন।

জানা যায়, উলিপুর উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ১৩০টি ভোট কেন্দ্রে জাপা প্রার্থী পান ৭২ হাজার ৬২৮ ভোট এবং নৌকা প্রার্থী পান ৬১ হাজার ৪৬৮ ভোট। অপরদিকে চিলমারী উপজেলার ৪টি ইউনিয়নের ২৯টি ভোট কেন্দ্রে জাপা প্রার্থী পান ৯ হাজার ৯৭০ ভোট এবং নৌকা মার্কার প্রার্থী পান ১৮ হাজার ৪২৭ ভোট।

গত ১১ মে জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে ওই আসন শূন্য হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.