Sylhet Today 24 PRINT

ইভিএম থেকে সরে আসার ইঙ্গিত সিইসির

সিলেটটুডে ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনি বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে ভোটার ও রাজনৈতিক মহলে উৎকণ্ঠা থাকাই স্বাভাবিক। যে কোনো নতুন উদ্যোগ বা আবিষ্কার বা নতুন প্রযুক্তি নিয়ে উৎকণ্ঠা থাকবে। এটাই স্বাভাবিক। কারণ আমরা এটির ব্যবহার, উপকারিতা সম্পর্কে এখনও তাদেরকে জানাতে পারিনি। পর্যায়ক্রমে তারা সব জানতে পারবেন।’

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইভিএম নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় সিইসি নূরুল হুদা এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না, সে চিন্তা আরও পরে হবে। আইন প্রণয়ন, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও সব মহলে এর গ্রহণযোগ্যতা পাওয়ার ওপর নির্ভর করবে ইভিএম ব্যবহার করা হবে কি না।

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহারের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনীর প্রস্তাব রাখার আগেপরে এনিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। গত ৩০ আগস্ট এসংক্রান্ত এক সভা থেকে নোট অব ডিসেন্ট (লিখিত আপত্তি) দিয়ে বেরিয়ে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইভিএম নিয়ে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এখনই তাড়াহুড়ো করে ইভিএম চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

মঙ্গলবার সিইসি আরও বলেন, সরকার যদি আইন করে, পরিবেশ যদি থাকে র‍্যানডমলি (বাছাই করা কিছু) কিছু আসনে ইভিএম ব্যবহারের চেষ্টা করা হবে।

নূরুল হুদা বলেন , ইভিএম কেনার কোনো তহবিল নির্বাচন কমিশনের কাছে আসবে না। এটি অর্থ মন্ত্রণালয় এবং সরকার দেখবে।

ইভিএমের সুবিধা তুলে ধরে নূরুল হুদা বলেন, বর্তমান নিয়মে নির্বাচন করতে হলে সুঁই, সুতা, মোমবাতি থেকে শুরু করে হাজার রকমের জিনিসপত্র লাগে। প্রযুক্তির ব্যবহার করা হলে এ সবের দরকার হবে না। ক্রমান্বয়ে নির্বাচনী ব্যয়ও কমে আসবে। এই কারণে নির্বাচন কমিশন মনে করেছে, ইভিএম গ্রহণযোগ্য হবে। আর ইভিএমের মাধ্যেম নির্ভুলভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।

ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে কর্মশালায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.