Sylhet Today 24 PRINT

খালেদার জন্যে কারাগারেই বসবে আদালত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার এখন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত হবে।

মামলার আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন অপর মামলায় সেখানে সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারে বন্দী আছেন। মামলার নির্ধারিত তারিখে খালেদা জিয়া হাজিরা না দেওয়ায়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে আদালত তাঁকে এই দণ্ডাদেশ দেন। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ আদালতে অনুষ্ঠিত হবে। আজ আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।

তিনি আরও বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখে খালেদা জিয়া আদালতে হাজির হননি। বিচার বিলম্বিত হচ্ছে। এ কারণে কারাগারের ভেতরেই আদালত বসবেন। সেখানে গণমাধ্যমের কর্মীসহ জনগণের উপস্থিতিতে প্রকাশ্যে বিচার হবে।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়ার বিচার কারাগারের ভেতর হবে তারা এমন খবর জানেন না। কারাগারের ভেতরই স্থাপিত আদালতে বিচার হওয়া আইনের পরিপন্থী, এটা হতে পারে না।

আগামীকাল বুধবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ ধার্য রয়েছে। মামলাটি যুক্তিতর্ক পর্যায়ে শুনানির জন্য রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অপর আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.