Sylhet Today 24 PRINT

৩০ অক্টোবর থেকে নির্বাচনের কাউন্ট-ডাউন শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০১৮

আগামি ৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের, তফসিল এরপর যে কোনো দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, '৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।'

তবে তফসিল ঠিক কবে ঘোষণা করা হবে তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

সংসদ নির্বাচনের প্রস্তুতির ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে উল্লেখ করে ইসি সচিব জানান, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিডিগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।

তিনি আরও জানান, এরই মধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রের খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.