Sylhet Today 24 PRINT

‘যদি দেখাই না হয় তবে গিয়ে কী লাভ’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক সফর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, তিনি হয়ত জাতিসংঘের তৃতীয় কি চতুর্থ শ্রেণির কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।

কাদের বলেন, যার আমন্ত্রণে (জাতিসংঘ মহাসচিব) নিউ ইয়র্ক গেছেন বিএনপির পক্ষ থেকো বলা হয়েছিল; আমার জানামতে তিনি এখন ঘানায়। জানি না তার সঙ্গে দেখা করতে পারবেন কিনা! যদি নাই পারেন, তাহলে এত টাকা খরচ করে লবিং করে জাতিসংঘে গিয়ে লাভটা হলো কী?’

শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে দশম বর্ষপূর্তি ও একেএমএমসি দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইটি লবিস্ট ফার্মকে নিযুক্ত করেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রকে দিয়ে সরকারের উপর বিএনপির চাপ প্রয়োগ করতে চাচ্ছে। তাদের এই পরিকল্পনার অংশ হিসেবে এই দুইটি লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট ফার্মকে অর্থ দেয়া আব্দুস সাত্তারের পরিচয় নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

কাদের বলেন, এটার প্রয়োজন কী? বাংলাদেশ তো আর পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, সুদান নয়, ইয়েমেন নয়, সবচেয়ে বেশি যুদ্ধাবস্থায় থাকা সিরিয়াও নয়। তাহলে বিএনপির এ উদ্যোগ কেন?

দেশেই সব সমস্যার সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানকার প্রবলেম এখানেই শেষ হবে। দেশের বাইরে যাওয়ার কী কারণ?

বিএনপি নেতাদের সতর্ক করে তিনি বলেন, সরকারের ভিত এত দুর্বল না। দেশের মাটির অনেক গভীরে আমাদের শেকড় ছড়িয়ে আছে। চাইলেই আমাদের মাটিচাপা দেওয়া যাবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।

লবিস্ট নিয়োগের টাকার উৎস নিয়ে প্রশ্ন রেখে কাদের বলেন, তারা এত টাকা পেল কোথায়? লবিস্ট নিয়োগে ২ লাখ ৩০ হাজার ডলার দেওয়া এই আব্দুস ছাত্তার কে?

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.