Sylhet Today 24 PRINT

এক মাসের মধ্যে দেশে অনেক পরিবর্তন আসবে: মওদুদ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

আগামী এক মাসের মধ্যে দেশে অনেক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত 'ভোটাধিকার, ন্যায় বিচার ও মানবাধিকার : বর্তমান বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, 'আমাদের কাছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাটাই এখন চ্যালেঞ্জ। আর এর জন্য এক মাস সময় আছে। এই সময়ের মধ্যে দেশের অনেক কিছুর পরিবর্তন হবে। আমাদের এমন প্রস্তুতি নিতে হবে যাতে এই সরকারকে বাধ্য করা যায় নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে।'

তিনি বলেন, 'দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সবার দাবি একটাই— নিরপেক্ষ নির্বাচন। এটা যদি সংবিধান থেকে বেরিয়ে এসে করা হয় তাতে কোনো অসুবিধা নাই। সংবিধান কোনো বাধা নয়। সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। এই ব্যবস্থাকে আবার বৈধতা দিতে পারবো আগামী সংসদ নির্বাচনের পর পরবর্তী সংশোধনী এনে।'

কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার 'ছলচাতুরি' করছে অভিযোগ করে ব্যারিস্টার মওদুদ বলেন, 'খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সরকার একটি মেডিকেল বোর্ড করেছে। এই বোর্ড গঠন প্রতারণা ছাড়া আর কিছু না। পাঁচ সদস্যের মধ্যে একজনকে বিশেষজ্ঞ বলা যেতে পারে। বাকি চারজনের মধ্যে তিনজন একেবারেই তরুণ। তারা আওয়ামী লীগ করেন। শুধু পদ-পদবিতেই নয়, তারা আওয়ামী লীগে সক্রিয়।'

তিনি বলেন, 'মেডিকেল বোর্ডের প্রতিবেদন বলছে, খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ নয়। তাকে পিজি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা যেতে পারে। যদি ঝুঁকিপূর্ণ না হয় উনি হাসপাতালে যাবেন কেন? সরকার তার স্বাস্থ্য নিয়ে যে ছলচাতুরি করছে, যে ষড়যন্ত্র করছে— এর জবাব একদিন সরকারকে দিতে হবে, দায়-দায়িত্ব নিতে হবে।'

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা থাকবে না। কিন্তু কোটা আন্দোলনকারীরা সরকারি সকল চাকরির কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল। আজকে যে প্রতিবেদন বেরিয়েছে এই ধরনের সংস্কার তারা চায়নি। এটা একটা প্রতারণা। কোটা আন্দোলনকারীদের সাথে একটা বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।'

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খালেদা ইয়াসমীন, নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.