Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করার ঘোষণা বিএনপির

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করবে। সমাবেশের অনুমতি চেয়ে এরইমধ্যে পুলিশ, গণপূর্ত দপ্তর ও সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে।

সমাবেশ থেকে কোনো ঘোষণা আসবে কি-না জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে সেদিনই জানতে পারবেন।'

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, 'আওয়ামী রাজনীতি কখনোই দলীয় সংকীর্ণতার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। ক্ষমতাসীনরা ব্যাংক-বীমা, শেয়ার বাজার, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টর— সবই আত্মসাৎ করেছে। এখন বেওয়ারিশ লাশ দাফনের সেবা দানকারী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম-এর ওপরেও এদের নেক নজর পড়েছে।'

তিনি বলেন, 'সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি সরকারের আচরণের ঘটনাগুলো প্রকাশ হওয়ায় দেশবাসীসহ বিশ্ববাসী হতবাক হয়েছে। দেশের প্রধান বিচারপতিকে যেভাবে সরকার লাঞ্ছিত করেছে তাতে আওয়ামী লীগের রাজনীতির বিকৃত সংস্কৃতি আবারও জনগণের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।'

'গণমাধ্যমের একাংশ আওয়ামী লীগের প্রতি অবিচার করছে'— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, 'আমরা মনে করি অবিচার করছে না, বরং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর গুণ্ডামি ও গোয়েন্দাগিরি সত্ত্বেও গণমাধ্যমের বিরাট একটি অংশ সাহসের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করছে।'

তবে গণমাধ্যমের ক্ষুদ্র একটি অংশ 'সুবিধার ঝোল খাচ্ছে' এবং জনগণ তা দেখছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.