Sylhet Today 24 PRINT

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বাম জোট

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৮

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার জাতীয় প্রেস ক্লাবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ববর্তী সমাবেশে বাম জোটের নেতারা এ কথা বলেন।

বক্তারা বলেন, দলীয় সরকারের অধীনে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। আসন্ন একাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নিরপেক্ষ সরকার গঠনসহ গণতান্ত্রিক বাম জোটের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। বাম জোটের কর্মসূচিতে সরকার একের পর এক বাধা দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন। নেতারা বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। সরকার আমলাতন্ত্র ও পুলিশ বাহিনীকে খুশি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী সমাবেশে বলেন, সরকার জনগণের ট্যাক্সের টাকায় আমলাদের খুশি করছে; তাদের বিভিন্ন সুবিধা দিচ্ছে। দেশে কোনো জবাবদিহি নেই। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছয় লাখ ১৩ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি আরও বলেন, সর্বক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। পুলিশ দলীয় গুণ্ডা বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকার গণমাধ্যমের টুঁটি চেপে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলেও তিনি অভিযোগ করেন।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেসের সভাপতি মোশাররফ হোসেন নান্নু, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

সমাবেশ শেষে সচিবালয়মুখী বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশ তাদের পল্টন মোড়ে আটকে দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.