Sylhet Today 24 PRINT

বিএনপির জোট ছাড়ল ন্যাপ-এনডিপি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সম্পর্ক ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি—ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি।

মঙ্গলবার বিকেলে গুলশানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন দল দুটির চেয়ারম্যান।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিএনপির বিরুদ্ধে জোটের অন্য শরিক দলগুলোকে অন্ধকারে রাখার অভিযোগ এনে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যায় ন্যাপ ও এনডিপি। দল দুটি বলছে তারা জোটের সঙ্গে 'সম্পর্ক ছিন্ন' করেছে।

জেবেল রহমান গাণি বলেন, ‘১/১১-এর কুশিলব, মাইনাস টু ফরমুলা বাস্তবায়নকারী যখন জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন আমরা মনে করি বিএনপি তার সকল নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।

তিনি বলেন, এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাপ ও এনডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছে।

উল্লেখ্য, বিএনপি গত শনিবার ড. কামাল হোসেনের গণফোরাম, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্যের সঙ্গে মিলে জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি জোট করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.