Sylhet Today 24 PRINT

কোন দফা দিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৮

যথাসময়ে একাদশ সংসদ নির্বচন হবে। সংবিধান ছাড়া কোন নির্বাচন হবে না। কোন দফা দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে জিনজিরা ২০ শয্যা সরকারি হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আলোকিত বাংলাদেশে গড়ে তুলেছেন। পদ্মা সেতু চ্যালেঞ্জের মাধ্যমে হয়েছে। পদ্মা সেতু হওয়াতে দেশ পরিবর্তন হয়েছে। কেরানীগঞ্জে অনেক উন্নয়নের ছোঁয়া লেগেছে। কেরানীগঞ্জে জিনজিরা ২০ শয্যা সরকারি হাসপাতালে নির্বাচনের আগেই ইনডোর চালু করা হবে।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বিএনপি-জামায়াত জোট আমলে কোন পরিকল্পনা ছাড়াই জিনজিরা হাসপাতালটি করেছে। যেখানে হাসপাতালটি করা হয়েছে সেই জায়গাটি খাল ছিল। হাসপাতালটি আধুনিক হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পরিদর্শনে আনা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলাটি ঢাকা শহরের দ্বিতীয় সিটি হবে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী প্রমুখ উপস্থিতি ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী উপজেলার কোন্ডা ১০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.