Sylhet Today 24 PRINT

‘নো বডি ওয়ান্ট টু রিজাইন’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৮

রাজনীতিবিদদেরও অবসরে যাওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য তিনি অবসরে যাচ্ছেন। তবে দেশের রাজনীতিবিদরা অবসরের বিষয়টি বুঝতে চান না বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লভ্যাংশের অর্থের চেক হস্তান্তর-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। একইসঙ্গে জানান, তিনি ডামি ক্যান্ডিডেট হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তিনি মনোনয়নপত্র দলের কাছে জমা দিয়েছেন। ডামি ক্যান্ডিডেট হিসেবে তিনি মনোনয়নপত্র নিয়েছেন। কেন ডামি ক্যান্ডিডেট জানতে চাইলে তিনি বলেন, 'আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না।'

আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারে থাকবেন কি-না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সম্ভাবনা কম। তবে আওয়ামী লীগে থাকছেন। তিনি বলেন, 'এ জন্যই তো অবসরে যাচ্ছি। সরকারি কাজে দীর্ঘদিন কাটিয়েছি। এত দীর্ঘদিন কাজ করা মানুষের সংখ্যা খুবই কম। এ জন্য আমার এখন অবসর জরুরি। রাজনীতিবিদদের ক্ষেত্রে মুশকিল যেটা হয়, নো বডি ওয়ান্ট টু রিজাইন।'

তিনি বলেন, রাজনীতিবিদদের বোঝা উচিত যে অবসর একটা বিষয় আছে।

এখনও তার চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রাজনীতিতে রয়েছেন এবং থাকতে চান। সাবেক দুই রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার চেয়ে বয়োজ্যেষ্ঠ উল্লেখ করে বলেন, ওনারা পলিটিপে লাস্ট চান্স নিতে চান। তিনি বলেন, রাজনীতিতে থাকা না থাকা তাদের (এরশাদ, বি. চৌধুরী) ইচ্ছা। আমার আর ইচ্ছেটিচ্ছে নেই। ৮৫ বছর বয়স হয়েছে। অবসরের জন্য যথেষ্ট।

মাহাথির মোহাম্মদ আরও বেশি বয়সে রাজনীতিতে আছেন। আপনি কেন অবসরের কথা ভাবছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, '৮৫ বছরে অবসরে যাওয়া উচিত। উনি (মাহাথির) এসেছেন বিশেষ কারণে। মাহাথির যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেটি ঠিকমতো চলছে না। এ জন্য তিনি ফিরেছেন। আমি দেশে সেরকম কোনো অসুবিধা দেখছি না। সুতরাং আমার থাকার কোনো কারণ দেখছি না।'

এবারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সব দল নির্বাচনে অংশ নিচ্ছে। ফলে একটা যে দুঃখ থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেলাম, সেটা থাকবে না। কারণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া আনন্দের (প্লেজার) নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.