Sylhet Today 24 PRINT

সরকার ইসিকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে: মির্জা ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০১৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সরকার নির্বাচন কমিশনকে (ইসি) একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আরো বলেন, ‘ভোট বিপ্লব হবে। জনগণ সেই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।

‘ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন' শীর্ষক জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সেমিনারে মির্জা ফখরুল বলেন, ‘এখন ইসি নিজে থেকেই আজ্ঞাবহ হয়ে আছে। এই জন্যই আজকে জনগণের কোনো কথাই তাদের কানে যাচ্ছে না।’

ঐক্যফন্টের মুখপাত্র বলেন, ‘নির্বাচনে আমরা যাব। জাতি নির্বাচনে যাবে। নির্বাচনকে জনগণের রায়ে পরিণত করতে, সেই লড়াই ও যুদ্ধে জনগণ লড়াই করবে। সেখানে কোনো কিছু করেই আটকে রাখতে পারবে না। ভোট বিপ্লব হবে। জনগণ সেই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা যখন নির্বাচনে যাচ্ছি, তখনো আমাদের অসংখ্য নেতা কারাগারে রয়েছে। আমাদের প্রার্থী হওয়ার উপযুক্ত যারা, তারা কারাগারে রয়েছেন। গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি আমাদের নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়ার আসার পথে পথে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আবারও বর্তমান সরকার ক্ষমতায় ফিরে আসবার জন্য জোর করে সব অপকৌশলকে ব্যবহার করছে। জনগণের ওপরে যখন কোন আস্থা থাকে না তখনই এসব কৌশল নেওয়া হয়।’

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশনের স্বচ্ছতা আজকে প্রশ্নবিদ্ধ। সুতরাং তাদের ওপরে বিশ্বাস ও আস্থা রাখার কোনো কারণ নেই।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির ড. আবদুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.