Sylhet Today 24 PRINT

‘বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে এবার ঈদের আনন্দ নেই’

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৫

মামলা, গ্রেপ্তার ও হয়রানির কারণে বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে এবার ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (১৯ জুলাই) চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজের বাসভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে রাখা হয়েছে। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অনেকে গুম-হত্যার শিকার। শত শত নেতকর্মী পঙ্গু। তাদের জীবনে ঈদ নেই। এসব পরিবারে ঈদের আনন্দ নেই। চেষ্টা করছি তাদের যতটুকু আনন্দ দেওয়া যায়। যতটুকু স্বান্তনা দেয়া যায়।

খসরু বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইতিহাসে এরকম পরিস্থিতি কখনও ছিল না। এত কঠিন সময় কেউ পার করেনি। এরকম ঈদ কেউ কখনও দেখেনি।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমবেত হন। তাদের আপ্যায়নের পাশাপাশি ব্যক্তিগত খোঁজ-খবর নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.