Sylhet Today 24 PRINT

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে নগরীতে ছাত্রদলের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার বিকালে সিলেট নগরীর ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগের সামনে থেকে মিছিলটি বের হয়ে জেল রোড পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন- সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমানের যৌথ পরিচালনায় সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি চৌধুরী মো. মিফতাউল কবির মিফতা, তছির আহমদ, আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, যুগ্ম-সম্পাদক মকসুদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নেছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপণ, রজব আহমদ, অলি চৌধুরী, আমিনুল ইসলাম সাজু, ইমাম উদ্দিন, কাওসার আহমদ রানা, জামিল আহমদ, বদরুল ইসলাম, মতিউর রহমান আফজল, কয়েস আহমদ, সেলিম আহমদ সেলু, আব্দুল কাইয়ুম, অলি আহমদ, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, হাজী দিনার, আশরাফ উদ্দিন রুবেল, কামাল হোসেন, আফজাল চৌধুরী পাপ্পু, বদরুল আজাদ রানা, ইফতেখার আহমদ সোহেল, রুবেল ইসলাম, সাঈদ হোসেন, এলিন শেখ, আনোয়ার সজল, সাদিক শিকদার, মোহাম্মদ রাজ, মঈন আহমদ, রফিক আহমদ, জাকারিয়া আহমদ, হোসেন মাহমুদ তালুকদার, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সজল খান, শাহ মোর্শেদ, নেজাম আহমদ, এস কে শাহীন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্থ করতে পরিকল্পিতভাবে সরকার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার করেছে। অবিলম্বে তাকে নি:শর্ত মুক্তি দিতে হবে।’

জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সরকার পতনের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সরকার পতন ঠেকাতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তার করেছে। কিন্তু নেতাকর্মীদের গ্রেফতার করে আন্দোলন থামানো যাবে না। মানুষের ভাত ও ভোটের অধিকারের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করছে, আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.