Sylhet Today 24 PRINT

গয়েশ্বরের উপর হামলা: যুবলীগ ও স্বেচ্ছসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের উপর হামলার ঘটনায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

এরা হলেন-দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া (৩৯), শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন (৩২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান (৩৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. খোরশেদ আলম বলেন, গয়েশ্বর ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি বুধবার রাতে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। মামলার পর রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন কি-না জানতে চাইলে এসআই বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.