Sylhet Today 24 PRINT

বিএনপি হতাশাগ্রস্ত, দুঃখিত ও মর্মাহত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেছেন রায়ে তারা হতাশাগ্রস্ত, দু:খিত ও মর্মাহত।

বিবিসি বাংলাকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি রিভিউ করা হলে এ রায় টিকবে না বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, “ আমার বিশ্বাস যার ওপর ভিত্তি করে রায় হয়েছে আমি আশা করি রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে হয়তো সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকরা হয়তো তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন”।

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন ছাড়াও একজন সোচ্চার কন্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন।

“দলের পক্ষ থেকে আমরা দু:খিত। সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় সত্য বলেছেন। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা দরকার এবং সেটি তিনি অনুভব করে সেভাবেই কাজ করতেন”।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকালেই আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করে যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচার সুরেন্দ্র কুমার সিনহা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.