Sylhet Today 24 PRINT

উপজেলা নির্বাচন বর্জন করে আত্মহননের পথ বেছে নিল বিএনপি: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে বিএনপি আত্মহননের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যেমন করে আত্মহননের মতো কাজ করেছিল। এবারও তারা একই ভুলের পুনরাবৃত্তি করল উপজেলা নির্বাচন বয়কট করে।

তিনি বলেন, বিএনপি দলগতভাবে না গেলেও তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। দেশে অনেক রাজনৈতিক দল আছে, আমার মনে হয় নির্বাচন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা হবে এটা আমি বলিনি। আমি বলেছিলাম, চায়ের আমন্ত্রণ জানানো হতে পারে।

এর আগে ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.