Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর নামের সাড়ে ৭শ’ ফেসবুক আইডি বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২ ফেসবুক অ্যাকাউন্টসহ এক হাজার ৩৩২টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এসব অ্যাকাউন্ট খুলেছিল। আর এ কারণে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসব আইডি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করে।

এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ আইডিসহ এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করা হয়।

এ ছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ ও ৭১টি আইডি মুছে ফেলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.