Sylhet Today 24 PRINT

গ্যাটকো মামলা : খালেদার অব্যাহতি আবেদনের রায় ৫ আগস্ট

সিলেটটুডে ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৫

গ্যাটকো দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের বিষয়ে নিষ্পত্তি করবে হাই কোর্ট; রায় ঘোষণা করা হবে ৫ আগস্ট।

রবিবার (২ আগস্ট) সকালে শুনানি শেষে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। এর আগে গত ১৭ জুন বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি- কোর্ট এওয়েটিং ভারডিক্ট) রাখা হয়েছিল।

গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে খালেদা জিয়ার পক্ষে রুলের শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এ মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিনে আছেন।

ঢাকা ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করে রাজধানীর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক।

মামলায় গ্যাটকোকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্র কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ করা হয়। এ মামলায় ২০০৮ সালের ১০ জুলাই খালেদা জিয়া, সাবেক ছয় মন্ত্রীসহ ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক।

এরপর চার্জশিটভুক্ত আসামি খালেদা জিয়াসহ আসামিদের কয়েকজন ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। এর মধ্যে খালেদা জিয়ার করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৭ সালে মামলার কার্যত্রক্রম স্থগিত করে রুল জারি করেন। পরে বেশ কয়েক দফায় মামলার কার্যত্রক্রমের ওপর স্থগিতাদেশ বৃদ্ধি করেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.