Sylhet Today 24 PRINT

সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড: ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র করতে বিডিআর বিদ্রোহ হয়েছিল। সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এই কারণে ৫৭ সেনা সদস্যকে প্রাণ দিতে হয়েছিল।’

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে পিলখানা বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ দিনের কথা স্মরণ করে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নিতে হবে বলেও মনে করেন বিএনপির মহাসচিব।

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন। হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করে এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এই হত্যাকাণ্ডের যে তদন্তগুলো হয়েছিল, সেগুলোর পূর্ণাঙ্গ কোনও তদন্ত এখনও জাতির সামনে প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল সেই তদন্ত এখনও পূর্ণাঙ্গ প্রকাশিত হয়নি। ফলে স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে এই ভয়াবহ ঘটনার পেছনে কারা ছিল, কারা লাভবান হয়েছে এ বিষয়গুলো সেভাবে উদঘাটিত হয়নি।’

এ সময় বিএনপির নেতা মেজর (অব.) ইব্রাহিম, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.