Sylhet Today 24 PRINT

জিএম কাদেরের পক্ষ নিলেন ফিরোজ রশীদ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

জিএম কাদেরের পক্ষে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের সংবাদ সম্মেলন

জাতীয় পার্টির চেয়ারম্যান নিয়ে চলমান দ্বন্দ্বের সময়ে জিএম কাদেররের পক্ষ নিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘দলের গঠনতন্ত্রের ২০/১-ক উপধারা অনুযায়ী পার্টির চেয়ারম্যান যে কাউকে নিজের স্থলাভিষিক্ত করতে পারবেন। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণা অনুযায়ী তার মৃত্যুর পরে জিএম কাদের দলের চেয়ারম্যান।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফিরোজ রশীদ বলেন, ‘এরশাদ জীবিত অবস্থায় বলে গেছেন, আমার মৃত্যুর পরে জিএম কাদের দলের চেয়ারম্যান হবেন। পার্টির নেতাকর্মীরা তার নির্দেশ মতো চলবেন। কিন্তু একটি কুচক্রী মহল নানা রকম বিভ্রান্তি চড়াচ্ছে। এর ফলে জাপার বিভিন্ন জেলার নেতাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাপার গঠনতন্ত্রের বাইরে কারও পক্ষে কিছু করা সম্ভব নয়।’

জাপার এই নেতা আরও বলেন, ‘পার্টির গঠনতন্ত্রের কোথাও লেখা নেই, দলের সংসদীয় কমিটি বৈঠক করে ঠিক করবে, কে সংসদে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান ঠিক করবেন কে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন।’

দলের সংসদ সদস্যদের ১৫ জন সমর্থন দিয়ে জিএম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে সাক্ষর করে স্পিকারকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘গত ১৭ আগস্ট দলের প্রেসিডিয়াম সভা ছিল, সেখানে ৩৪ জন উপস্থিতির মধ্যে ২৬ জন বক্তব্য দিয়েছেন। তারা সবাই বলেছেন, দলের সভাপতিই সংসদের বিরোধীদলীয় নেতা হবে। সেই অনুযায়ী ১৫ জন সংসদ সদস্য চিঠিতে সাক্ষর করে স্পিকারকে চিঠি দিয়েছেন।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে গত ২ দিন কোথাও দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন—এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘তিনি কোথায় আছেন, আমরা জানি না। তাকে জিজ্ঞাসা করেন, তিনি কোথায় আছেন। তবে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে দেওয়া ১৫ জন সংসদ সদস্যের চিঠির মধ্যে রাঙ্গা প্রথম সাক্ষর করেছেন।’

দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘গতকাল আমাদের দলের এক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য (আনিসুল ইসলাম মাহমুদ) জাতীয় পার্টির একজনকে (রওশন এরশাদ) চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। যা গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ।’ তার মতো সিনিয়র নেতার কাছ জিএম কাদেরপন্থী নেতারা এমনটা আশা করেন না বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.