Sylhet Today 24 PRINT

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাতিল করতে হবে: খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের লোকেরা কম চুরি করেনি, এখনও টাকার অভাব রয়ে গেছে। এই অভাব পূরণ করতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানো হয়েছে। অামরা অাগেও দাবি করেছি, এই ভ্যাট বাতিল করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অায়োজিত অালোচনা সভায় সভাপতির বক্তব্যের এক পর্যায়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লেখাপড়া শিখছে। এরা কোথা থেকে এতো টাকা দেবে? এই ভ্যাট অবিলম্বে বন্ধ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই ভ্যাট বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

এসময় খালেদা জিয়া কুইক রেন্টালের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, কুইক রেন্টাল করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। এখন গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে সেই ক্ষতি পোষানো হচ্ছে।

তিনি বলেন, এখন বাজারে ৫০ টাকার নিচে সবজি পাওয়া যায় না। কিন্তু যারা চুরি করছে তাদের সমস্যা নাই। সমস্যা দেশের মানুষের।

বর্তমান অাইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এখন ছোট ছোট মেয়েরাও নিরাপদ নয়। তিনি জানান, তার সরকার ক্ষমতায় অাসলে এসব অন্যায়, অপরাধ কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব অন্যায় করতে দেওয়া হবে না। অালোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.