Sylhet Today 24 PRINT

রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, রাস্তায় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়া হলে অনেক কাক জড়ো হয়। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনৈতিক কাকদের সমন্বয়ে বিএনপির জন্ম হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযোদ্ধা ও সাবেক শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এম এ মান্নানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগে আজকে যারা জাতীয় নেতা তাদের প্রত্যেকের পেছনে অনেক সংগ্রামী ইতিহাস আছে। জীবনকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর অনেক ঘটনা আছে যেটি বিএনপি নেতাদের নেই। আজকে যারা বিএনপির বড় বড় নেতা তারা সবাই প্রকৃতপক্ষে রাজনীতির মাঠের কাক।

হাছান মাহদুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আর বিএনপি তাদের সংবিধানের গঠনতন্ত্রের ৭ নম্বর ধারা বাদ দিয়েছে। সাত নম্বর ধারায় ছিল, কেউ যদি দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত হয় এবং তার বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ প্রমাণিত হয় তবে তিনি তাদের দলের কোনও পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারা বাদ দিয়ে সব দুর্নীতিগ্রস্তদের তাদের দলের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যে যেসব অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। তিনি ক্যাসিনো, মাদক ও অনিয়ম বন্ধ করছেন।

আওয়ামী লীগের নেতারা রাজনীতিকে ব্রত হিসেবে নেন আর বিএনপির নেতারা রাজনীতিকে ভোগ-বিলাসের স্বপন হিসাবে গ্রহণ করেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

স্মরণসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.