Sylhet Today 24 PRINT

ভারতের সঙ্গে চুক্তি ও আবরার হত্যা: বিএনপির দুই দিনের কর্মসূচি

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৯

ভারতের সঙ্গে করা ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে দুই দিনের সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

১২ অক্টোবর শনিবার ঢাকাসহ মহানগর সদরে এবং ১৩ অক্টোবর রোববার দেশের সব জেলা সদরে এই সমাবেশ হবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও এই চুক্তির বিরোধিতার কারণে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমরা আগামী শনিবার ঢাকাসহ দেশের সকল মহানগর সদরে এবং আগামী রোববার সকল জেলা সদরে জনসমাবেশ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করছি।

বিএনপির এই জনসমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান ড. খন্দকার মোশাররফ হোসেন ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু, মো.শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.