Sylhet Today 24 PRINT

‘আমি ফকিরের ছেলে নই’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

আমাদের পরিবারের অনেক জমি অন্যরা চাষাবাদ করে খায়। কারো জমি জোর করে দখল করার মতো দুরবস্থা আমার নেই। আমি ফকিরের ছেলে নই।

হিন্দুদের জমি দখলের অভিযোগ খণ্ডন করে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের গোয়ালচামট শ্রী অঙ্গনে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।

শহরের কমলাপুর এলাকায় ২ দশমিক ৮০ শতাংশ জমি অরুন চন্দ্র গুহের কাছ থেকে ক্রয় করেন বলে দাবি খন্দকার মোশাররফের।

তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অভিযোগ করেন, এই জমিটি খন্দকার মোশাররফ জোর করে দখল করেছেন।

বিষয়টি অস্বীকার করে খন্দকার মোশাররফ বলেন, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কোন স্বার্থে এমন পরিস্থিতি সৃষ্টি করছেন? তার উদ্দেশ্য কী? তিনি আমার বিরুদ্ধে সু-পরিকল্পিতভাবে কেন এ অভিযোগ আনলেন তা আমার বোধগম্য নয়।

তিনি বলেন, ফরিদপুরের এই জমির বিষয়টি রানা দাশগুপ্তের মতো একজন অর্বাচিন লোক কোন পরিস্থিতিতে নিয়ে গেল তা আপনারাই চিন্তা করে দেখেন। যুগান্তর

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.