Sylhet Today 24 PRINT

মেননের কাছে ব্যাখ্যা চায় ১৪ দল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৯

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কাছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সাম্প্রতিক এক বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।

বৃহস্পতিবার রাতে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের স্বাক্ষরে মেননের কাছে এ বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে।

এর আগে মোহাম্মদ নাসিমের ধানমণ্ডির বাসায় ১৪ দলীয় জোটের বৈঠকে রাশেদ খান মেননের বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ওই চিঠি মেননের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে মোহাম্মদ নাসিম ছাড়াও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক চাঁদপুরি, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত উপস্থিত ছিলেন।

বৈঠকে রাশেদ খান মেননের গত শনিবার বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে করা এক মন্তব্য নিয়ে আলোচনা হয়। নগরীর অশ্বিনী কুমার হলে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তারপরও সাক্ষ্য দিচ্ছি- ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীকালে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

ওই সময় মেনন আরও বলেন, “আজ দেশের ভোটাধিকার হরণ করেছে সরকার। সরকার দেশব্যাপী উন্নয়নের রোল মডেল করেছে দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। কিন্তু উন্নয়নের নামে দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। উন্নয়নের নামে আজ দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। তাই কেউ মুখ খুলে মত প্রকাশ করতে পারে না।”

বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায়ে ১৪ দল সন্তোষ প্রকাশ করেছে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। ১৪ দল দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলা নিষ্পন্ন হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.