Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সম্মেলন কাল, শীর্ষ দুই পদে একডজন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০১৯

দীর্ঘ ১৫ বছর পর আগামী ২৫ নভেম্বর সোমবার দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। উপজেলার আওয়ামী পরিবারগুলোর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।

আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে একডজন নেতা শীর্ষ পদ পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরছেন। সম্মেলন ঘনিয়ে আসায় কদর বেড়েছে তৃণমূল নেতাদের। তবে শেষ মুহূর্তে এসে সব হিসেব নিকেশ পাল্টে যাচ্ছে। তৃণমুল নেতা কর্মীরা নেতা নির্বাচনে হিসেব মেলাতে শুরু করেছেন। দল ক্ষমতায় থাকার সুবাধে যারা নিজের আখের গুছিয়েছেন তাদেরকে সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন চান কাউন্সিলরা। তবে বিকল্প হিসাবে সমঝোতার মাধ্যমে কমিটি হবে এই অপশনটিও রাখা হয়েছে। সমঝোতার পথ বন্ধ হয়ে গেলে ভোটাভুটি হবে। এক্ষেত্রে ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীরাই নির্বাচিত হবেন এমনটি প্রত্যাশা তৃণমূলের। দলের দুর্দিনে নেতা কর্মীদের পাশে যারা ছিলেন তাদেরকেই নির্বাচিত করবে তৃণমূলের কর্মীরা।

জানা যায়, সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহ্ ছমির উদ্দিন, আব্দুর রব, শাহেদ আহমদ, আব্দুল মতিন ও তপন চন্দ্র পাল। সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম সাইস্তা, আব্দুর রাজ্জাক, বদরুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমদ ও সারওয়ার আলম মিতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৫ নভেম্বর সোমবার সম্মেলনের কুচাইয়ের ইছরাব আলী হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.