Sylhet Today 24 PRINT

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৭ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৯

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২ ডিসেম্বর) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।

কিন্তু মামলার অন্যতম আসামি খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকায় আদালতে উপস্থিত হননি।

সে কারণে তার আইনজীবীরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে বিচারক ওই আবেদন মঞ্জুর করে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

মামলাটি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের এজলাসে বিচারাধীন।

প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন দুদকের সহকারী পরিচালক এসএম সাহেদুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.