Sylhet Today 24 PRINT

ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের জামিন আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০১৯

সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে আবেদন করা হয়।

আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনকারীদের মধ্যে আরও আছেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, জয়নুল আবেদীন, এএম মাহবুব উদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিমুল বিশ্বাস, হাবিব উন নবী খান সোহেল, শফিউল বারী বাবু, নিপুণ রায় চৌধুরী, কাজী আবুল বাশার, ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাই কোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুটি মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলা দুটির বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান। এর একটি মামলায় ৭০ জন এবং আরেকটিতে ৬৫ জনকে আসামি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.