Sylhet Today 24 PRINT

ডিসি’র অপসারণের দাবিতে বুধবার ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

তেল, গ্যাস, বিদ্যুতের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও জেলা প্রশাসক (ডিসি) অফিসে স্মারকলিপি প্রদান করতে গেলে সিলেটের ডিসি জয়নাল আবেদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা নেতৃবৃন্দের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সিলেটের ডিসি’র অপসারণের দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় পৌরবিপণিস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উক্ত কর্মসূচি সফল করার লক্ষে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড সিকান্দর আলী পার্টির সর্বস্থরের কর্মী, সমর্থক ও নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.