Sylhet Today 24 PRINT

নয়াপল্টনে বিএনপির সমাবেশ হচ্ছে না

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা থাকলেও তা পিছিয়েছে বিএনপি। সমাবেশ স্থগিত করে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর থানা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।

সোমবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নতুন এ কর্মসূচির কথা জানান।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩০ ডিসেম্বর) গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় প্রতিবাদ সমাবেশ করা হবে। এছাড়া ঢাকাসহ সারাদেশের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

এদিকে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে অনুমতি দেয়নি।

এ বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, বিএনপি কর্মদিবসে রাস্তা বন্ধ রেখে সমাবেশ করতে চেয়েছিল। আমরা সেই সমাবেশের অনুমতি দিইনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.