Sylhet Today 24 PRINT

জাপার প্রেসিডিয়ামে আবারও সিলেটের তাজ রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০২০

জাতীয় পার্টির (জাপা) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের ৪১ সদস্যের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত তালিকায় স্থান হয়েছে সিলেটের এটিইউ তাজ রহমানের। তাজ রহমান আগের কমিটির প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। এছাড়াও নতুন ঘোষিত ৮ অতিরিক্ত মহাসচিবের তালিকায়ও আছেন তিনি।

সোমবার (৬ ডিসেম্বর) জাপার চেয়ারম্যান জি এম কাদের এসব নাম ঘোষণা করেন এবং বাকিদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান।

নব্বইয়ের দশকের শুরুতে সিলেট জেলা ছাত্র সমাজের সদস্য সচিবের দায়িত্ব পালন করা তাজ রহমান জাতীয় পার্টির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্ব পালনের পথ পরিক্রমায় এবারও জায়গা হয়েছে তাজ রহমানের।

প্রেসিডিয়াম সদস্য হলেন যারা- মো. আবুল কাশেম (টাঙ্গাইল), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও), গোলাম কিবরিয়া টিপু (বরিশাল), আলহাজ্ব সাহিদুর রহমান টেপা (গোপালগঞ্জ), অ্যাাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (মুন্সীগঞ্জ), অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি (চট্টগ্রাম), ফখরুল ইমাম এমপি (ময়মনসিংহ), সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান (মানিকগঞ্জ),মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল), হাবিবুর রহমান (গাইবান্ধা), সুনীল শুভ রায় (খুলনা), এস.এম. ফয়সল চিশতী (কুমিল্লা), মীর আব্দুস সবুর আসুদ (ঢাকা), মাহমুদুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (ঢাকা), মো. আজম খান (গাজীপুর), এটিইউ তাজ রহমান (সিলেট), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম), নাসরিন জাহান রতনা এমপি (পটুয়াখালী), আব্দুর রশীদ সরকার (গাইবান্ধা),আলহাজ সফিকুল ইসলাম সেন্টু (ঢাকা), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা), পীরজাদা শফিউল্লাহ আল মনির (টাঙ্গাইল), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী), মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর), রেজাউল ইসলাম ভূঁইয়া (বি-বাড়িয়া), মিজানুর রহমান (বরগুনা), সৈয়দ দিদার বখ্‌ত (সাতক্ষীরা), নাজমা আখতার এমপি (ফেনী), আব্দুস সাত্তার মিয়া (গাজীপুর) , আলমগীর সিকদার লোটন (নারায়ণগঞ্জ), ইমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব.) রানা মো. সোহেল এমপি (নীলফামারী), লিয়াকত হোসেন খোকা এমপি (নারায়ণগঞ্জ), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ), নাসির মাহমুদ (ঝালকাঠি) এবং মো. জহিরুল ইসলাম (টাঙ্গাইল)।

জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ী এই নাম ঘোষণা করা হয়। এসব প্রেসিডিয়াম সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্রের ধারা ২০ এর ২/ক উপধারা মোতাবেক ৮ জনকে ৮ বিভাগের জন্য অতিরিক্ত মহাসচিব নির্বাচন করা হয়েছে।

তারা হলেন- গোলাম কিবরিয়া টিপু (বরিশাল বিভাগ), আলহাজ সাহিদুর রহমান টেপা (খুলনা বিভাগ), অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম (রাজশাহী বিভাগ), ফখরুল ইমাম (ময়মনসিংহ বিভাগ), এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (রংপুর বিভাগ), রেজাউল ইসলাম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ) এবং লিয়াকত হোসেন খোকা (ঢাকা বিভাগ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.