Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০২০

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, তৃনমূল হচ্ছে বিএনপির প্রাণ। তৃনমূলের মতামতের ভিত্তিতে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত হয়। তৃনমূল থেকেই নিবেদিত প্রাণ ত্যাগী কর্মীর সৃষ্টি হয়। তাই আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলকে সফল করতে তৃনমূল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জেলা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার ইতোমধ্যে জেলার প্রতিটি উপজেলা ও পৌরশাখার বর্ধিত সভা অত্যন্ত সফলতার সাথে অনুষ্ঠিত হয়েছে। তৃনমূল নেতাকর্মীরা দলকে এগিয়ে নিতে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন।

শনিবার (১১ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

এসময় তিনি আরও বলেন, জেলা বিএনপি তৃনমূলের মতামতকে গুরুত্ব দিয়ে বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। এজন্য নেতাকর্মীদের মাঝে সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের মহান লক্ষে একটি কার্যকর গণআন্দোলন গড়ে তোলা হবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে থেকে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুর মান্নান, ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী,নাজিম উদ্দিন লস্কর,আব্দুল আহাদ খান জামাল,মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম।

স্থানীয় টুকের বাজার এলাকায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, হাজী সিকন্দর আলী, কাইয়ুম মাস্টার, লাল মিয়া, অ্যাডভোকেট কামাল হোসেন, আব্দুল মালেক, হাজী আব্দুল মান্নান, জয়নাল আবেদীন, হাজী কামাল উদ্দিন, আহমদ আলী, ফখরুল ইসলাম মেম্বার, হাজী উমর আলী, আজির উদ্দিন মেম্বার, সফর আলী, শিহাব উদ্দিন, সমসুউদ্দিন শাহীন, কয়েস আহমদ, বজলু মিয়া, মাসুক মেম্বার, মতিন মেম্বার, নুরুল মোত্তাকিন বাদশা, বিলাল আহমদ, ওমর ফারুক, এড ফরহাদ আহমদ, তাজ উদ্দিন, সামসুদ্দোহা, খোকন রঞ্জন দে, আলম মেম্বার, আব্দুস শহীদ, আব্দুল মান্নান, তেরা মিয়া, মাসুক মিয়া ও ইসমাইল প্রমুখ।টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.